বর্তমানে বাংলাদেশে মিডরেঞ্জ ফোন ব্যবহার কারির সংখ্যা অনেক বেশি, একটা ভালো ক্যামেরা ফোন থাকলে সেলফি বা মোবাইল ফটোগ্রাফি যে কেউ করে কিন্ত অনেকে তার মোবাইলে বেস্ট ছবি ইডিটর সফটওয়্যার বা Apps সম্পর্কে ধারণা রাখেনা, আর সে জন্য ছবি ইডিট করতে পারেনা, তাই আপনাদের কাছে আজ তুলে ধরবো মোবাইল দিয়ে ছবি ইডিট করার বেস্ট সফটওয়্যার Apps গুলো তুলে ধরবো।
আপনি যদি অ্যান্ডয়েড ব্যবহার করেন গুগল প্লে স্টোরে অসংখ্য মোবাইল ছবি ইডিট করার সফটওয়্যার পেয়ে যাবেন, কিন্ত কোন গুলো মোবাইল দিয়ে ছবি ইডিট করার বেস্ট সফটওয়্যার Apps হবে সেটা আমি নিচের তালিকাতে তুলে ধরেছি ।
আপনার ফ্রি ফটো ইডিটের জন্য নিচে উল্লেখ করা সেরা দশটা ছবি ইডিট করার বেস্ট সফটওয়্যার Apps
মোবাইল দিয়ে ছবি ইডিট করার বেস্ট সফটওয়্যার
এখনে বেস্ট ১০ টা ছবি ইডিট করার বেস্ট সফটওয়্যার উল্লেখ করা হলো যে গুলো দিয়ে আপনি খুব সহজে আপনার পছন্দের ছবি ইডিট করতে পারবেন, এই apps গুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে উল্লেখ করা সফটওয়্যার গুলো ছবি এবং ভিডিও দুটোই ইডিট করতে পারবেন। কিছু সফটওয়্যার আছে শুধুমাত্র ভিডিও ইডিট করার জন্য।
Filmm
Filmm ব্যবহার করা সহজ কিন্ত অনেক পাওয়ারফুল ইডিটিং করার কাজে আসে, আপযদি iso বা iphone থাকে তাহলে এটা ব্যবহার করে বেশি আনন্দ পাবেন, এটা android ফোনেও ডাউনলোড করতে পারবেন, এটা ভিডিও ইডিটের জন্য ভালো একটা সফটওয়্যার, আপনি instagram একাউন্টের জন্য অথবা আপনার টিকটক ভিডিও বানানোর জন্য এই সফটওয়্যার ব্যবহার করতে পারেন।
মাত্র ৮০ MB এই সফটওয়্যার সাইজ , আপনার ফোনে খুব বেশি জাইগা লাগবেনা এটা ডাউনলোড করার জন্য সুতরাং এই Apps দিয়ে আপনার মোবাইলে খুব সহজে ভিডিও ইডিট করতে পারবেন।
এই সফটওয়্যারে Textures, Filters, Light Leaks সব কিছু করতে পারবেন, অনেক গুলো ফিল্টার ব্যবহার করতে পারবেন তাছাড়া বিভিন্ন টুলস ব্যবহার করতে পারবেন, ভিডিও কাটা এবং জোড়া দেওয়া সবই এই সফটওয়্যার দিয়ে করা সম্ভব।
Adobe Lightroom
Adobe Lightroom সবাই কম বেশি চেনেন, Adobe Lightroom মোবাইল দিয়ে ছবি ইডিট করার বেস্ট সফটওয়্যার Apps গুলোর মধ্যে একটা, আপনি এই সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে আপনার ছবিকে ইডিট করতে পারেন, এটাতে সব ধরেন ফিচার দেওয়া আছে, টুলস ব্যবহার করতে পারবেন, ছবি কাটতে পারবেন জুম করতে পারবেন, ফিল্টার ব্যবহার করতে পারবেন।
এটাতে অনেক ফ্লিটার দেওয়া আছে যেটা খুব সহজে আপনার ছবির সাথে খাপ খাই, আপনি পছন্দের সাথে মিলে যেতে পারে এমন সব ফিল্টার এটাতে পাবেন, এ ছাড়াও আপনি চাইলে প্রিসেট বানাতে পারেন এই সফটওয়্যার দিয়ে।
সব কিছু মিলিয়ে যদি দেখা হয় Lightroom টপ সারির এইটা সফটওয়্যার যেটা আপনার ছবি ইডিট করার জন্য বেস্ট অপশন হতে পারে।
( Snapseed )মোবাইল দিয়ে ছবি ইডিট করার বেস্ট সফটওয়্যার
Snapseed বেশিরভাগ বাংলাদেশি এই সফটওয়্যার বা app টার সাথে পরিচিত, কারণ সহজে এটার টুলস গুলোর কাজ সম্পর্কে ধারণা পাওয়া যায় দুই একদিন ব্যবহার করলে বুঝতে পারে এটা দিয়ে কিভাবে ছবি ইডিট করে সে জন্য এটার, অধিকাংশ মানুষ এটা ব্যবহার করে, ফিল্টারের কাজে, কিন্ত অনেকে এটার Double Exposure টুলসের ব্যবহার জানেনা।
এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার ছবিটা Tune image করতে পারেন, ডিটিয়েলস ঠিক করতে পারেন, ছবি Corp কাটতে পারেন, ছবি রোটেট করা আরো অনেক কিছু এই সফটওয়্যার দিয়ে করা সম্ভব । আমার কাছে Snapseed মোবাইল দিয়ে ছবি ইডিট করার বেস্ট সফটওয়্যার, যেটা আপনি ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করলে আপনি ভালোভাবে ইডিট করতে পারবেন।
Foodie
আপনি যদি খাবারের ছবি তুলতে পছন্দ করেন তাহলে Foodie সফটওয়্যার আপনার জন্য, facebook বা instagram খাবারের ছবি গুলো শেয়ার করার অভ্যাস থাকলে আপনি যে কোন খাবারের ছবি তুলে এই app দিয়ে ইডিট করতে পারেন, কারণ এই সফটওয়্যার বানানো হয়েছে শুধুমাত্র খাবারের ছবি ইডিট করার জন্য, এ ছাড়াও বিভিন্ন সিনারি এবং সেলফির জন্য।
এই সফটওয়্যার থেকে আপনি ৩০ টার বেশি প্রফেশনাল কোয়ালিটির লাইভ ফিল্টার পাবেন, আপনি সব ধরেন খাবারের ছবি ইডিট করতে পারবেন এটা দিয়ে , Sweet, fresh,romatic, crispy,bbq আরো অনেক ফিল্টার আছে যেটা আপনার ছবিতে ব্যবহার করতে পারবেন।
Foodie এই সফটওয়্যার ২০১৬ সালে Google play store এ আসে এবং আস্তে আস্তে এটার জনপ্রিয়তা অনেক বেড়ে যায়, বর্তমানে ১০ মিলিয়নের বেশি মানুষ এই সফটওয়্যার ব্যবহার করছে।
এটা শুধু সফটওয়্যার না ক্যামারা হিসাবেও ব্যবহার করতে পারবেন, আপনি যদি খবারের ছবি মোবাইল দিয়ে ছবি ইডিট করতে চান তাহলে এটা বেস্ট সফটওয়্যার ধরে নিতে পারেন।
Picsart
Picsart অনেক জনপ্রিয় একটা ইডিট সফটওয়্যার আপনি এই app ব্যবহার করে সব ধরেন ছবি ইডিট করতে পারবেন, এই সফটওয়্যারে অনেক গুলো টুলস আছে, ফ্রি ফিল্টার আছে, ছবিতে ভিডিও রিপ্লেস করার ফিচার আছে, Collages, করতে পারবেন, Grids, freestyle, frames করতে চাইলে তাও সম্ভব এই সফটওয়্যার দিয়ে।
এছাড়াও অনেক টেমপ্লেট আছে, আপনি চাইলে আলাদা ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কিন্ত নেক্সট লেভেলের ফিচার আছে যেমন Drawing, এখান থেকে আপনি লোগো ইউটিউবের জন্য কভার ফটো সব কিছুই বানাতে পারবেন এই সফটওয়্যার দিয়ে।
বর্তমানে এই মোবাইল সফটওয়্যার ৫০০ মিলিয়নের বেশি মানুষ ব্যবহার করছে, এটি আপনার জন্য মোবাইল দিয়ে ছবি ইডিট করার বেস্ট সফটওয়্যার হতে পারে।
Read More:LMC 8.4 Latest Config Free
UNFOLD
unfold তাদের জন্য বেস্ট হবে যারা instagram বা ফেসবুকে বেশি স্টোরি শেয়ার করে, মোবাইল দিয়ে ছবি ইডিট করার করার জন্য তাই এই app টাও অনেক ভালো অপশন, এই সফটওয়্যার ২০১৮ সালে গুগল প্লে স্টরে আসে, যখন instagram জনপ্রিয় হতে শুরু করে তখই এই সফটওয়্যার বেশ ভালো একটা গুরুত্ব পালন করে, বর্তমানে ১০ মিলিয়নের বেশি মানুষ এই সফটওয়্যার ব্যবহার করছে।
মোবাইল দিয়ে ছবি ইডিট করে দেওয়ার জন্য এটা অনেক ভালো এবং ইউনিক একটা সফটওয়্যার, এটাতে ৪০০ বেশি ফ্রি টেমপ্লেট দেওয়া আছে যেটা খুব সহজেই আপনার পছন্দের স্টোরির জন্য কাজে দিতে পারে।
১২৪ MB সাইজের এই মোবাইল সফটওয়্যার আপনার জন্য অনেক ভালো একটা অপশন হতে পারে।
Polarr
polarr এই সফটওয়্যারের কাজ হলো ছবি ফিল্টার করা আপনি যদি ছবি ফিল্টার করতে পছন্দ করেন তাহলে এই সফটওয়্যার ব্যবহার করতে পারেন, কারণ এটাতে লাইটরুমের মতো অতো বেশি ফিচার নেই যেটা আপনাকে পছন্দ মতো ইডিট করার সুযোগ থাকবে। এটা দিইয়ে আপনি ইচ্ছে মতো ছবি ইডিট করতে পারেন। মাত্র ৩৫ MB সাইজের এই সফটওয়্যার যে কোন ফোনে অনায়াসে ব্যবহার করা যাবে।
ফিল্টের পাশাপাশি বিভিন্ন ইফেক্ট আছে যেটা আপনি ব্যবহার করতে পারেন, ন্যাচেরাল, স্কাই, হ্যাপি আরও অনেক ইফেক্ট ব্যবহার করা যাবে এটা দিয়ে, ফেসবুকের জন্য এই ইডিটর অনেক ভালো কাজে দিবে। আপনি এটা দিয়ে খুব সহজে ইচ্ছে মতো ফিল্টার করতে পারবেন।
( Instasize )মোবাইল দিয়ে ছবি ইডিট করার বেস্ট সফটওয়্যার
Instasize নাম শুনে বুঝতেই পারছেন এটা instagram ব্যবহারকারিদের জন্য, এখান থেকে আপনি ছবি ইডিট করে আপনার instagram একাউন্টে আপলোড করতে পারবেন। বিভিন্ন ফিল্টার, টেমপ্লেট আরো অন্যন্ন ফিচার আছে আপনি instagram এ স্টোরি দেওয়ার জন্য এটা ব্যবহার করতে পারেন।
মোবাইলে এখন যে ধরনের ছবি ইডিটর ব্যবহার করা যায় সেটা আগে কল্পনা করা যেত না, এখন মোবাইলে এইসব সফটওয়্যারের বা app খুব সহজে আপনার ছবিকে ইউনিক করে তুলতে পারে, কম্পিউটার বা ল্যাপটপে ইডিট করে যে সময়টা ব্যয় হতো এখন মোবাইলে এইসব সফটওয়্যার দ্বারা সেটা কমে এসছে।
Moionleap
moionleap এমন একটা সফটওয়্যার যেটা আপনি ব্যবহার করে আপনার ছবিকে মুভির মতো ছবি কালার, ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন, এটা এনিমেশন করতে পারে, থ্রিডি ক্যামেরা ইফেক্ট দিতে পারবেন এই মোবাইল ইডিট সফটওয়্যার ব্যবহার করে, আর এটা ব্যবহার করাও সহজ, সব সফটওয়্যারের আলাদা একটা গুন থাকে আর এই সফটওয়্যারের মধ্যে সেটাও আছে।
ফেসবুকের মতো জনপ্রিয় প্লাটফর্মে আপনার ছবিকে সুন্দর ভাবে তুলের ধরার জন্য এই সকল সফটওয়্যার ব্যবহার করতে পারেন, আপনি গুগল প্লে স্টোরে অনেক সফটওয়্যার পাবেন কিন্ত কোন গুলো আপনার জন্য বেস্ট হবে সেটা হইতো আপনি ভেবে পাননা আর তাই এই আমার এই আর্টিকেলে উল্লেখ করা সফটওয়্যারের গুলো আপনি ব্যবহার করতে পারেন।
Canva
canva মোবাইলে ব্যবহার করার জন্য এমন একটা সফটওয়্যার যেটা থেকে আপনি প্রফেশনাল কাজ ইডিট করতে পারেন, এটা থেকে আপনি লোগো, ব্যানার, ভিডিও টেমপ্লেট, মোবাইল ভিডিও, ফেসবুক স্টোরি, instagram স্টোরি ফেসবুক পোস্ট সকল কিছু বানাতে পারবেন, আপনি এখান থেকে আপনার মোবাইলে তোলা ছবিকে ওয়াল পেপার হিসাবেও ব্যবহার করতে পারেন।
সব কিছু আপনি এই সফটওয়্যার ব্যবহার করে করতে পারেন। এটা মোবাইলে ব্যবহার করার জন্য বেস্ট।
মোবাইল দিয়ে ছবি ইডিট করার বেস্ট সফটওয়্যার গুলো নিয়ে কিছু কথা
আমি এখানে যে মোবাইল দিয়ে ছবি ইডিট করার বেস্ট সফটওয়্যার গুলো কথা বলেছি সব গুলো Android ফোনে ব্যবহার করা যাবে, সব গুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন কিন্ত এমন কিছু সফটওয়্যারের কথা এখানে বলা আছে যে গুলো সকল ফিচার ফ্রিতে ব্যবহার করা যাবে না, কিছু প্রিমিয়াম ফিচার আছে সে গুলো ব্যবহার করতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে।
তবে আপনি এই সফটওয়্যার গুলোর ফ্রি ফিচার বা টুলস ব্যবহার করে ছবি ইডিট করে পারবেন আপনি যেভাবে চান সেভাবে করতে পারবেন,আশাকরি এই সফটওয়্যার গুলো ব্যবহার করে আপনার উপকার হবে।
আমার এই লেখা নিয়ে আপনার যদি কোন প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টবক্সে জানাতে পারেন, মোবাইল দিয়ে ছবি ইডিট করার বেস্ট সফটওয়্যার এই তালিকা থেকে আপনি কোনটা ব্যবহার করেছে ন বা করেন সেটা অবশই জানান।
ছবি ইডিট করার সফটওয়্যার
Adobe Lightroom মোবাইল দিয়ে ছবি ইডিট করার বেস্ট সফটওয়্যার Apps গুলোর মধ্যে একটা, আপনি এই সফটওয়্যার ব্যবহার করে খুব সহজে আপনার ছবিকে ইডিট করতে পারেন
ভিডিও এডিট কএয়ার সফটওয়্যার
Capcut, Kinemaster, VN এই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করতে পারেন