আপনি যদি বিকাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম দেখতে চান তাহেলে এই পোষ্টটি আপনার জন্য। আপনি কিন্তু বিকাশ থেকে বিকাশে ২ টি উপায়ে টাকা ট্রান্সফার করতে পারেন। অ্যাপ এর মাধ্যমে ও অ্যাপ ছাড়া। আপকে আমরা ২ টি উপায়ই শিখবো। সাথে বিকাশ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার নিয়ম সহ অনেক কিছু শিখবো। তো চলুন শুরু করা যাক।
Contents
অ্যাপ দিয়ে বিকাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম ।
আপনি যদি অ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে খুব সহজেই এক বিকাশ থেকে অন্য বিকাশে টাকা পাঠাতে পারবেন। বিকাশ থেকে বিকাশে টাকা পাঠানোর জন্য দয়া করে নিচের নিয়ম অনুসরন করুন।
আরো পড়ুনঃ কিভাবে খেলা দেখা যায়? কিভাবে খেলা দেখব
ধাপ ১: বিকাশ অ্যাপে প্রথমে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগিন করতে হবে। বিকাশ আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে, তা প্রবেশ করাতে হবে। তাহলেই সফলভাবে আপনার ফোনে বিকাশ লগিন হয়ে যাবে।

ধাপ ২: লগিন হয়ে গেলে আপনাকে নির্ধারন করতে হবে যে, আপনি কি কোনো ব্যক্তিগত মোবাইল নাম্বারে টাকা টাকা পাঠাবেন নাকি কোনো এজেন্ট নাম্বারে টাকা পাঠাবেন। কারন যদি ব্যক্তিগত নাম্বারে টাকা পাঠান তাহলে সেন্ড মানি(Send Money) করতে হবে, আর যদি কোনো বিকাশ এজেন্ট নাম্বারে টাকা পাঠান তাহলে আপনাকে ক্যাশ আউট(Cash Out) এর মাধ্যমে টাকা পাঠাতে হবে। আর যদি আপনি কোনো দোকানের বিল পেমেন্ট করতে চান তাহলে আপনাকে পে বিল(Payment) অপশন সিলেক্ট করতে হবে। এই তিনটি জিনিস মনে রাখা খুবই জরুরী। আবারো আপনার সুবিধার্থে বলে দিচ্ছি যে, আপনি কখন কি সিলেক্ট করবেন।
ব্যক্তিগত বা পার্সোনাল একাউন্টে টাকা পাঠাতে হলে – সেন্ড মানি (Send Money) সিলেক্ট করতে হবে।
এজেন্ট নাম্বারে টাকা পাঠাতে হলে – ক্যাশ আউট (Cash Out) সিলেক্ট করতে হবে।
ব্যবসায়িক একাউন্ট বা বিল দিতে হলে – পেমেন্ট (Payment) সিলেক্ট করতে হবে।
ধাপ ৩: আপনি কোন ধরনের একাউন্টে টাকা পাঠাতে চান তা সঠিকভাবে নির্ধারন করা হয়ে গেলে আপনি এই ধাপে যার নাম্বারে টাকা পাঠাতে চান তার মোবাইল নাম্বার দিবেন। আপনি চাইলে আপনার মোবাইলে সেভ করা আগের নাম্বারও সিলেক্ট করতে পারবেন। মোবাইল নাম্বার টাইপ করার পর সবসময় দুইবার চেক করবেন যে, মোবাইল নাম্বারটি সঠিক আছে কিনা।

ধাপ ৪: তারপর আপনাকে নির্ধারন করতে হবে যে, আপনি কত টাকা পাঠাতে চান। আপনি যত টাকা পাঠাতে চান তা এখানে টাইপ করুন। এখানে টাকা টাইপ করার সময় আপনি দেখতে পারবেন যে, আপনার একাউন্টে কত টাকা ব্যালেন্স আছে।

ধাপ ৫: পরবর্তী ধাপে আপনাকে নিরাপত্তার স্বার্থে আপনার বিকাশ একাউন্টের পিন কোড দিতে হবে। বিকাশ একাউন্টের পিন কোড দেওয়া হয়ে গেলে আপনাকে এই বাটনে চাপ দিয়ে ধরে রাখতে হবে।

তাহলে দেখবেন এই ঘরটি পূরন হবে এবং সাথে সাথে আপনি কনফার্মেশন ম্যাসেজ পেয়ে যাবেন যে, আপনার টাকা আপনার কাঙ্খিত নাম্বারে পাঠানো হয়ে গিয়েছে।

আরো পড়ুনঃ মোটা হওয়ার উপায়। কম সময়ে মোটা হওয়ার টিপস
অ্যাপ ছাড়া বাটন ফোনে বিকাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম।
আপকি কিন্তু বিকাশ অ্যাপ ছাড়াও বাটন ফোনে বিকাশ থেকে বিকাশে টাকা পাঠাতে পারেন। এজন্য আপনাকে মোবাইলের নাম্বার টাইপ করে করে বিকাশ থেকে বিকাশে টাকা পাঠাতে হবে। তো চলুন দেখি কিভাবে এই কাজটি সম্পন্ন করা হয়।
ধাপ ১: প্রথমে আপনার একটা বিকাশ একাউন্ট করা আছে এমন একটি মোবাইল নিন। তাপর মোবাইল নাম্বারের মতো করে টাইপ করুন *247# তাপপর ডায়াল করুন।
ধাপ ২: ডায়াল করার পর আপনি দেখতে পারবেন যে, আপনাকে কিছু অপশন দিবে, যেমন, Send Money, Send Money to non Bkash user, mobile payment, payment, cash out, pay bill etc. এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুসারে সিলেক্ট করুন আপনি কি সেন্ড মানি করতে চান নাকি ক্যাশ আউট করতে চান। তারপর সেন্ড মানি করতে চাইলে সেন্ড মানি তে যত নাম্বার আছে সেটা টাইপ করুন।

ধাপ ৩: এই ধাপে আপনাকে আপনি যে নাম্বারে টাকা পাঠাবেন সে নাম্বার ওঠাতে হবে। এখানে রিসিভার এর নাম্বার টাইপ করুন। নিচের ছবির মতো করে। তারপর সেন্ড এ চাপ দিন বা বাটন ফোন হলো ডায়াল বাটনে চাপ দিন।

ধাপ ৪: এই ধাপে আপনাকে এমাউন্ট কত সেন্ড করবেন তা উল্লেখ করতে হবে। ধরুন আমি ১০০ টাকা পাঠাবো, তাহলে আমি এখন ১০০ টাকা দিয়ে দিলাম।

ধাপ ৫: পরে ধাপে আপনাকে একটা রেফারেন্স দিতে হবে। এখানে আপনি একটি নাম্বার দিয়ে দেন যা দেখে যে টাকা পাবে সে যেনো শনাক্ত করতে পারে যে, আপনি টাকা টা পাঠিয়েছেন। এখানে আপনি যেকোনো নাম্বার দিতে পারেন। আমি ১২৩৪ দিয়ে দিলাম।

ধাপ ৬: সর্বশেষ ধাপে আপনাকে আপনার একাউন্টের পিন নাম্বার দিতে হবে। আপনার বিকাশ একাউন্টের যে পিন নাম্বার আছে সেটা এখানে দিয়ে দেন ও সেন্ড বাটনে চাপ দিন। ব্যাস আপনার কাজ শেষ। এখন কনফার্ম করলেই আপনি একটি ম্যাসেজ পাবেন যে, সেন্ড মানি সাকসেসফুল। নিচের ছবির মতো করে একটি ম্যাসেজ আপনি দেখতে পারবেন।

বিকাশ থেকে বিকাশে টাকা পাঠাতে কত চার্জ কাটে?
বিকাশ থেকে বিকাশে টাকা পাঠাতে হলে আপনার প্রতিটি লেনদেনের জন্য ৫ টাকা করে চার্জ কাটবে। এক মাসে যদি আপনি ২৫,০০০ টাকার বেশি সেন্ড মানি করে থাকেন তাহলে কিন্তু ২৫,০০০ টাকার পর থেকে প্রতিটি লেনদেনের জন্য ১০ টাকা করে চার্জ কাটবে। তবে আপনি যদি প্রিয় নাম্বার এড করেন এবং প্রিয় নাম্বারে টাকা পাঠান তাহলে ২৫,০০০ টাকা পর্যন্ত আপনার প্রিয় নাম্বারে কোনো চার্জ ছাড়াই টাকা পাঠাতে পারবেন। প্রিয় নাম্বারে প্রতি মাসে ৫০,০০০ টাকা পর্যন্ত প্রতি লেনদেনে ৫ টাকা করে চার্জ কাটবে ও ৫০,০০০ টাকা পাড় হলে প্রতি লেনদেনে ১০ টাকা করে চার্জ কাটবে।
বিকাশ থেকে বিকাশে টাকা পাঠাতে কত সময় লাগে?
বিকাশ থেকে অন্য বিকাশে টাকা পাঠালে সাথে সাথেই পৌছে যাবে। কোনো সময়ের প্রয়োজন হবে না। অ্যাপ বা বাটন ফোন যেভাবেই আপনি টাকা পাঠান না কেনো, সাথে সাথেই টাকা অন্য বিকাশ নাম্বারে জমা হয়ে যাবে। আপনাকে কোনো প্রকার অপেক্ষা করতে হবে না। আশাকরি আপনি বুঝতে পেরেছেন।
বিকাশ ক্যাশ আউট চার্জ কত
বিকাশ এর টাকা ক্যাশ আউট করতে হলে আপনাকে প্রতি এক হাজারে ১৭.৫০ টাকা চার্জ দিতে হবে। অর্থাত্, আপনি যদি ১০০০ টাকা ক্যাশ আউট করে তাহলে আপনার ব্যালেন্স থেকে ১৭.৫০ টাকা চার্জ হিসাবে কেটে নেওয়া হবে। আপনি বিকাশ অ্যাপ ছাড়াও কয়েকটি উপায়ে ক্যাশ আউট করতে পারবেন। যেমন,
- বিকাশ অ্যাপের মাধ্যমে – প্রতি এক হাজারে ১৭.৫০ টাকা চার্জ
- প্রিয় এজেন্ট এড করার মাধ্যমে – প্রতি এক হাজারে ১৪.৯০ টাকা চার্জ
- এটিএম বুথ থেকে – প্রতি এক হাজারে ১৪.৯০ টাকা চার্জ
আপনি আপনার সুবিধামতো যেকোনো একটি উপায়ে বিকাশ থেকে অন্য বিকাশে টাকা পাঠাতে পারেন। মনে রাখবেন, টাকা পাঠানের সময় অবশ্যই বার বার চেক করে নিবেন যেনো ভুল না হয়। কারন ভুল করে অন্য নাম্বারে টাকা পাঠিয়ে ফেললে তা আর ফেরত পাওয়া যায় না।
প্রিয় পাঠকগন, আশাকরে আজকের এই পোষ্ট পড়ার পর আপনার আর বিকাশ থেকে বিকাশে টাকা ট্রন্সফার করতে কেনো প্রকার সমস্যা হবে না। তাও যদি বিকাশ থেকে বিকাশে টাকা পাঠাতে আপনি কোনো প্রকার সমস্যায় পড়েন তাহেল কমেন্ট করে জানাবেন। আশাকরি, এই পোষ্টটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ব্লগের সাথেই থাকুন।
References:
https://www.bkash.com/products-services
https://www.bkash.com/page/priyo-agent-cashout