বিকাশে ভুল নাম্বারে টাকা পাঠানো একটা স্বাভাবিক ঘটনা। কেহই ইচ্ছে করে ভুল নাম্বারে টাকা পাঠায় না কিন্তু ভুলবশত এমন হয়ে যায়। অনেক সময় অসাবধনতা বশত এমনটা হয়ে থাকে। এক্ষেত্রে বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে করনীয় কি সেটি নিয়েই আজকের এই পোষ্ট। আশাকরি আপনাকে এমন কিছু পরামর্শ দিতে পারবো যার মাধ্যমে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ।
রিলেটেড পোষ্টঃ বিকাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম – অ্যাপ ও বাটন ফোন
Contents
বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে করণীয়
আপনি তাড়াহুড়ো করতে গিয়ে যদি কোনো ভুল নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন তাহলে আপনাকে যা করতে হবে তা হলো, আপনাকে প্রথমে নির্ধারন করতে হবে যে, আপনি কি বিকাশ আছে এমন নাম্বারে টাকা পাঠিয়েছেন নাকি কোনো এক নন বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন।
যদি আপনি যে নাম্বারে টাকা পাঠিয়ে দিয়েছেন সে নাম্বারে বিকাশ না থাকে তাহলে দুশ্চিন্তার কিছু নেই। আপনি সহজেই টাকা ফেরত পাবেন।
নন বিকাশ নাম্বারে টাকা পাঠানো হলে করণীয়

আপনি যদি কোনো এক নন বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন তাহেলে সেটা টাকা আপনার বিকাশে ফেরত পাওয়ার জন্য আপনাকে যা যা করতে হবে তাহলো:
১. বিকাশে লগিন করুন
২. সেন্ড মানি তে ক্লিক করুন
৩. এখন দেখবেন যে, আপনি সম্প্রতি যে নন বিকাশ নাম্বারে টাকা পাঠিয়েছেন সেটি পেন্ডিং অবস্থায় আছে। এটিতে ক্লিক করুন ক্যানসেল এ ট্যাপ করুন।
ব্যাস আপনার কাজ শেষ। সহজেই আপনি আপনার পাঠানো টাকা সাথে সাথেই আপনার ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। তবে মনে রাখবেন যে, যদি ৩ দিন পাড় হয়ে যায় তাহলে সে টাকা আপনি অটোমেটিক ফেরত পাবেন। এক্ষেত্রে আপনাকে কিছুই করতে হবে না।
আরো একটি গুরুত্বপূর্ন বিষয় হলো যে, আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন যে যদি সাথে সাথে বিকাশ একাউন্ট খুলে ফেলে তাহলে কিন্তু আপনি এ টাকা এ পদ্বতিতে আর ফেরত পাবেন না। সাথে সাথে টাকা ফেরত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সে ব্যক্তি একাউন্ট খোলার আগেই ক্যানসেল করতে হবে। আশাকরি ব্যাপারটি বুঝতে পেরেছেন।
আরো পড়ুনঃ সাত দিনে মোটা হওয়ার উপায়। কম সময়ে মোটা হওয়ার টিপস
বিকাশে ভুল নাম্বারে টাকা পাঠানো হলে কিভাবে ফেরত পাবেন?
আপনি যদি বিকাশ আছে এমন একটি নাম্বারে টাকা পাঠিয়ে থাকেন তাহলে আপনাকে কিছু উপায় অবলম্বন করে তা ফেরত আনতে হবে। আপনার যদি টাকার পরিমান অনেক অল্প হয়ে থাকে যেমন, ১০০০-৫০০০ তাহলে আপনি সে ব্যক্তিকে কল করে জানাতে পারেন। কিন্তু যদি আপনার টাকার পরিমান বেশি হয়ে থাকে তাহলে এটি করতে যাবেন না।
কারন আপনি এখনো জানেন না যে, যার হাতে টাকাটি গিয়েছে সে আদৌ ভালো মানুষ নাকি খারাপ মানুষ যে যদি খারাপ মানুষ হয়ে থাকে তাহলে টাকা তুলে ফেলবে।
যদি ভুল বিকাশে বেশি টাকা পাঠিয়ে থাকেন তাহলে আপনি সর্বপ্রথম বিকাশ কাষ্টমার কেয়ারে কল করবেন ও বিষয়টি বিস্তারিত বলবেন। তিনি আপনার থেকে বিস্তারিত শুনে আপনার একাউন্ট নিয়ে কিছু তথ্য জানতে চাইবে। যদি আপনি সকল তথ্য সঠিকভাবে দিতে পারেন তাহলে যার যে নাম্বারে টাকা গিয়েছে সে একাউন্টটি ব্লক করে রাখবে। সে চাইলেও আর টাকা তুলতে পারবে না।
বিকাশে ভুল করে টাকা পাঠালে কিভাবে টাকা ফেরত পাবেন?
আপনি কল সেন্টারে কল দেওয়ার পর একাউন্ট লক করবে। তারপর আপনি থানায় জিডি করবেন। থানায় জিডি করার পর সে কপি নিয়ে আপনি নিকটস্ত বিকাশ অফিসে যোগাযোগ করবেন। যদি আপনার দাবিটি সঠিক মনে হয় তাহলে বিকাশ অফিস থেকে অই ব্যক্তিকে টাকা ফেরত দিতে বলা হবে অথবা সে যে কারনে টাকা পেয়েছে সেটি কারন দর্শাতে বলা হবে।
যে নিশ্চই উপযুক্ত কারন দেখাতে ব্যর্থ হবে। তারপর সে টাকা আপনাকে বিকাশ থেকে ফেরত দেওয়া হবে।
এ পদ্বতি অনুসরন করে আপনি আপনার বিকাশ থেকে ভুল নাম্বারে টাকা চলে গেলে আপনি তা ফেরত পেতে পারেন। তবে এ ধরনের ভুল এড়াতে আপনি অবশ্যই কাউকে বিকাশে টাকা পাঠানের সময় ভালোমতো চেক করে নিবেন। কারন টাকা ফেরত পাওয়া গেলেও তার জন্য ভালোই হয়রানী হতে হয়।
তার থেকে অনেক ভালো টাকা পাঠানোর সময় ভালোমতো চেক করেই টাকা পাঠানো। আশাকরি এই পোষ্ট পড়ার পর থেকে বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে ফেরত পেতে আপনার আর কোনো সমস্যা হবে না।
আজকের মতো এ পর্যন্তই। আশাকরি এ বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে করনীয় সম্পর্কে এই ব্লগটি আপনার কাজে লাগবে। আপনার বিকাশ লেনদেন শুভ হোক এই কামনায় আজকে এখানেই শেষ করছি।