আজকের এই পোষ্টে আমরা জানবো বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের সময়সূচি ২০২৩, স্কোয়াড ও লাইভ খেলা দেখার লিংক। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।
Contents
- বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে সময়সূচি
- বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের সময়সূচি দেওয়া হলোঃ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড
- বাংলাদেশ স্কোয়াডঃ
- আফগানিস্তান স্কোয়াড
- বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের অন্যান্য তথ্য
- বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ এর ভেন্যু
- বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজি লাইভ দেখবেন কিভাবে?
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে সময়সূচি
বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ ২০২৩ এর মধ্যে টেষ্ট, ওয়ানডে ও টি ২০ এই ৩টি ফরমেটে খেলা অনুষ্টিত হবে। এ সিরিজে ইতিমধ্যে জুন ১৪, ২০২৩ এ টেষ্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। বাকি রয়েছে শুধু ওয়ানডে ও টি২০. তো চলুন সময়সূচি জেনে নেওয়া যাক।
বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের সময়সূচি দেওয়া হলোঃ
তারিখ | সিরিজ টাইপ | স্থান | সময় |
৫ই জুলাই | ১ম ওয়ানডে | চট্রগ্রাম ষ্টেডিয়াম | দুপুর ২ টা |
৮ই জুলাই | ২য় ওয়ানডে | চট্রগ্রাম ষ্টেডিয়াম | দুপুর ২ টা |
১১ই জুলাই | ৩য় ওয়ানডে | চট্রগ্রাম ষ্টেডিয়াম | দুপুর ২ টা |
১৪ই জুলাই | প্রথম টি২০ | সিলেট ষ্টেডিয়াম | সন্ধা ৬ টা |
১৬ই জুলাই | দ্বিতীয় টি২০ | সিলেট ষ্টেডিয়াম | সন্ধা ৬ টা |

৫ই জুলাই – ১ম ওয়ানডে – চট্রগ্রাম ষ্টেডিয়াম
৮ই জুলাই – ২য় ওয়ানডে – চট্রগ্রাম ষ্টেডিয়াম
১১ই জুলাই – ৩য় ওয়ানডে – চট্রগ্রাম ষ্টেডিয়াম
১৪ই জুলাই – প্রথম টি২০ – সিলেট ষ্টেডিয়াম
১৬ই জুলাই – দ্বিতীয় টি২০ – সিলেট ষ্টেডিয়াম
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে সিরিজের স্কোয়াড লিডার হলো যথাক্রমে তামিম ইকবাল ও হাসমতউল্লাহ শহীদি। নিচের উভয় দলের স্কোয়াড লিষ্ট দেওয়া হলো।
বাংলাদেশ স্কোয়াডঃ
তামিম ইকবাল (ক্যাপ্টেন),
লিটন দাস,
নাজমুল হোসেন শান্ত,
শাকিব আল হাসান,
মুশফিকুর রহিম,
তৌহিদ হৃদয়,
মেহেদি হাসান মিরাজ,
তাইজুল ইসলাম,
তাস্কিন আহমেদ,
এবাদত হোসেন,
মুস্তাফিজুর রহমান,
হাসান মাহমুদ,
শোরিফুল ইসলাম,
আফিফ হোসেন ও
নইম শেখ

আফগানিস্তান স্কোয়াড
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক),
রহমানউল্লাহ গুরবাজ,
ইব্রাহিম জাদরান,
রিয়াজ হাসান,
রহমত শাহ,
নাজিবুল্লাহ জাদরান,
মোহাম্মদ নবী,
শহীদউল্লাহ কামাল,
ইব্রাহিম আলখিল,
রশিদ খান,
আজমতউল্লাহ ওমরজাই,
মুজিব উর রহমান,
ফজল হক ফারুকী,
জিয়া আকবর,
ইজারুল হক নাভিদ,
আব্দুল রহমান,
সেলিম শাফি,
সাইদ আহমেদ শিরজাদ।

বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের অন্যান্য তথ্য
নামঃ আফগানিস্তান বনাম বাংলাদেশ সিরিজ
স্থায়িত্বকালঃ জুন ১৪ হতে জুলাই ১৬ পর্যন্ত
ফরম্যাটঃ একটি টেষ্ট ম্যাচ, তিনটি ওয়ানডে ও ২ টি টি২০
টেষ্ট সিরিজ উইনার – বাংলাদেশ
বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ এর ভেন্যু
বাংলাদেশ বনাম আফগানিস্তানের সিরিজটি অনুষ্ঠিত হবে সর্বমোট ৩ টি ভেন্যুতে। যথাক্রমে মিরপুর শের এ বাংলা জাতীয় ষ্টেডিয়াম, চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী ষ্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়ামে। এর মধ্যে শুধু মিরপুরে অনুষ্টিত হবে প্রথম টেষ্ট ম্যাচটি ও পরবর্তীতে চট্রগ্রাম জহুর আহমেদ চৌধুরী ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচগুলি। সর্বশেষে, সিলেট আন্তর্জাতিক ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ট২০ ম্যাচগুলি।
বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজি লাইভ দেখবেন কিভাবে?
আপনি যদি বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজটি লাইভ দেখতে চান তাহলে আপনি অনেগুলি উপায় অবলম্বন করতে পারেন। আপনি টিভি ছাড়াও আপনার ফোন থেকে এ সিরিজটি লাইভ দেখতে পারবেন। এজন্য আপনি বেশ কিছু ওয়েবসাইট ও অ্যাপ এর সাহয্য নিতে পারেন। আপনি চাইলে এ নিয়ে আমাদের আরো একটি সম্পূর্ন ব্লগ পোষ্ট পড়ে দেখতে পারেন। আশাকরি আপনার কাজে লাগবে।
বন্ধুরা, তো এই ছিলো আজকের পোষ্ট। আশাকরি এই পোষ্টটি আপনার ভালো লেগেছে। যদি আপনার এই পোষ্টটি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। অন্য সময় অন্য কোনো ক্রিকেটের পোষ্ট নিয়ে ঠিকই হাজির হবো আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ