ফিমেল ৩ বাংলা নাটক ইতেমধ্যেই ব্যপক সাড়া ফেলে দিয়েছে ইউটিউবে। নাটক পাবলিশ হবার পর পরই ৭ মিলিয়ন ভিও ক্রস করেছে মাত্র ২ দিনে। কাজল আরেফিন অমি পরিচালিত ফিমেল ২ এর পর এটিই সবচেয়ে হয়ে যায়। পরে কাজল আরেফিন অমি ফিমেল ৩ নির্মান করেছেন।
নাটকটি তে অভিনয় করেছেন মিশু সাব্বির, জিয়ায়ুল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, সারাফ আহমেদ জীবন, মোহাম্মদ সাইদূর রহমান পাভেল, সুমন পাটওয়ারী, আফরান মূধা শিবলু, লামিমা লাম, বাপ্পী আশরাফ, মূদূল হাসান রিদয়, উর্মি রহমান মিষ্টি, জান্নাতুল ফেরদৌসৈ রিতু, শিমুল শর্মা।
চিত্রগ্রাহক: ফুয়াদ বিন আলমগীর ও ভাস্কর জনি
বিষয়বস্তুর প্রধান এবং নির্বাহী প্রযোজক: মোহাম্মদ আলী হায়দার
সহযোগী পরিচালকঃ জিয়াউল হক পলাশ
লাইন প্রডিউসার: তৌহিদ তালুকদার
প্রধান সহকারী পরিচালকঃ শিমুল শর্মা
সম্পাদক: জোবায়ের আবির পিল
প্রচার নকশা: সাজ্জাদুল ইসলাম সাঈম
সঙ্গীতঃ আরাফাতুল হাসান শান্ত
ন্যাশনাল এগ্রিকেয়ার দ্বারা চালিত
স্বাক্ষর অংশীদার: নাগদ
সহ-স্পন্সর: উত্থান
টিভি পার্টনার: চ্যানেল আই
প্রোডাকশন হাউস: বুম ফিল্মস
ফিমেল ৩ বাংলা নাটক লাইভ
ফিমেল ৩ বাংলা নাটকটি লাইভ দেখতে পারবেন এই পোষ্টের নিচের অংশে। আশাকরি আপনি এই নাটকটি দেখে খুবই পছন্দ করবেন।
নাটকটি বঙ্গ ইউটিউব চ্যানেল প্রকাশিত হয় জুলাই ২, ২০২৩ তারিখে। প্রকাশিত হবার পরই ভক্তদের ভালোবাসায় সিক্ত হতে থাকে এই নাটকটি। মাত্র ২ দিনেই ১৫ হাজারের বেশি কমেন্ট করে এই নাটকে। লাইকে সংখ্যা প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা। চমৎকার এই নাটকটি আগের ফিমেল ২ সিরিজের পরবর্তী অংশ। কুরবানী ঈদ বা ঈদুল আযহা উপলক্ষে এ নাটকটি ইউটিউবে প্রকাশ করে বঙ্গ ইউটিউব চ্যানেল।
ফিমেল ৩ বাংলা নাটক কিভাবে লাইভ দেখবো?
আপনি যদি ফিমেল ৩ নাটক দেখতে চান তাহলে এই পোষ্টে এমবিড করা ভিডিওটি দেখুন। যদি নাটকটি দেখতে কোনো প্রকাশ সমস্যায় পড়ে থাকেন তাহেলে আপনি কমেন্ট করে জানাবেন। আশাকরি আপানার কোনো সমস্যা হবে না।
ফিমেল নাটক এর ঘটনাঃ
নাটকটিতে আগের মতই কাবিলা ডান্সারের অভিনয় করেন এবং বডি বিল্ডার সোহেল বডি বিল্ডার হিসেবে অভিনয় করেন। নাটকের শুরুতে দেখা যায় বডি বিল্ডার একটি পার্কে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বসে আছে। ছিনতাইকারীরা তার থেকে মোবাইল এবং মানিব্যাগসহ সবকিছু ছিনিয়ে নিয়ে যায়। এরপর থেকেই নাটকের ধারাবাহিকতা শুরু হয়
নাটকের পরবর্তী অংশে কাবিলার ডান্স ক্লাব থেকে গাজা সহ দুইজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ প্রথমে পুলিশ কাবিলার অফিসের এসে জিজ্ঞাসা করে এখানে কেউ নেশা করে কিনা কিন্তু কাবিলা অস্বীকার করে পরে পুলিশ সন্দেহজনক ভাবে দুজনকে সার্চ করে গাঁজা পায় এ অবস্থায় কাবিলা তাদের উপরে অত্যন্ত ক্ষিপ্ত হয় এবং পুলিশ সর্বশেষ ভাবে ওয়ার্নিং দিয়ে জায়গা ত্যাগ করে