উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফুটবল যেটা আগে ইউরোপিয়ান কাপ নামে পরিচিত ছিলো, উয়েফা চ্যাম্পিয়নস লিগ ১৯৯৫ সালে নাম করণ করা হয়। বিগত ২৭ বছরে চ্যাম্পিয়নস লীগে এসেছে আমুল পরিবর্তন কে কত বার উয়েফা চ্যাম্পিয়নসলীগ কে কতবার জিতেছে । চ্যাম্পিয়নস লীগের ইতিহাস নিচে তুলে ধরা হলো ।
চ্যাম্পিয়নস লিগ হলো এমন একটা প্লাটফর্ম যেটা এক্টিভ ফুটবল ফ্যানদের আগ্রহের কেন্দ্রবিন্দু, কারণ ফিফা ফুটবল বিশবকাপ, ইউরো, কোপা আমেরিকা চার বছর পর পর অনুষ্ঠিত হয়, যদিও কোপা আমেরিকার সময়টা কমে এসছে
এই লম্বা সময়ে ফুটবল ফ্যানদের আগ্রহ ধরে রাখতে আয়োজন করা হয় চ্যাম্পিয়ন্স লীগ, প্রতি বছর ইউরোপের সেরা ক্লাব গুলোকে নিয়ে আয়োজন করা হয় এই ইভেন্টের।
যেমন ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের প্রথম চারটা দল খেলতে পারে, একই ভাবে, স্প্যানিশ লা-লীগার টপ ফোর টিম, ফ্রান্সের লীগা -১ , ইতালির সেরিয়ে-আ, বুন্দেস লিগ, আরো ইউরোপের যত লিগ আছে সেখান থেকে টপ ফোর টিম নিয়েই চ্যাম্পিয়নস লিগ ।
Contents
উয়েফা চ্যাম্পিয়নস লিগ কে কতবার জিতেছে
রিয়াল মাদ্রিদ কিং অফ চ্যাম্পিয়নস লিগ ১৯৬৫ সালে ডি রেইমসকে হারিয়ে প্রথম বারের মতো হারিয়ে চ্যাম্পিয়নস লিগ ঘরে তুলে ছিলো লা-লীগার এই ক্লাবটি এখান থেকে টানা ৫ বার চ্যাম্পিয়নস লিগ টাইটেল তারা ধরে রাখে।
১৯৫৫-১৯৬০ টানা শিরোপা ধরে রাখে এই ক্লাবটি , ১৯৫৫ থেকে ২০২২ চ্যাম্পিয়নস লিগ টাইটেল জিতেছে ১৩ বার। লা-লীগার আরেক জনপ্রিয় ক্লাব বার্সেলোনা ৫ বার চ্যাম্পিয়ন্স লীগ টাইটেল জিতেছে, মেসি সময়ে বেশ সফল এই ক্লাবটি।
নিচে চ্যাম্পিয়নস লিগ কে কতবার জিতেছে তার পুরো তালিকা দেওয়া আছে। যারা ফুটবল ভালোবাসেন যারা নিয়মিত ক্লাব ফুটবল দেখেন একমাত্র তারাই চ্যাম্পিয়নস লিগের উন্মাদনা বুঝতে পারে।
চ্যাম্পিয়ন্স লীগ কে কতবার জিতেছে
- ২০২১/২২ রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন – লিভারপুল রানার আপ, ১-০ গোলে রিয়াল মাদ্রিদ জিতেছে
- ২০২০/২১ – চেলসি চ্যাম্পিয়ন – ম্যানচেস্টার সিটি রানার আপ, ১-০ গোলে জিতেছে
- ২০১৯/২০ – বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন – প্যারিস সেইন্ট জার্মেই রানার আপ, ১-০ গোলে জিতেছে
- ২০১৮/১৯ – লিভারপুল চ্যাম্পিয়ন – টোটেনহাম রানার আপ , ২-০ গোলে লিভারপুল চ্যাম্পিয়ন
- ২০১৭/১৮ রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন – লিভারপুল রানার আপ , ৩-১ জিতেছিলো মাদ্রিদ
- ২০১৬/১৭ রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন – জুভেন্টাস রানার আপ, ৪-১ ব্যবধানে জিতেছিলো
- ২০১৫/১৬ রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন – আতলেতিকো মাদ্রিদ রানার আপ – ৫-৩
- ২০১৪/১৫ বার্সেলোনা জিতেছে, জুভেন্টাস রানার আপ, ৩-১
- ২০১৩/১৪ রিয়াল মাদ্রিদ জিতেছে, আতলেতিকো মাদ্রিদ ৪-১ গোলে ফাইনালে হেরেছে
- ২০১২/১৩ বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন, বরুসিয়া ডর্টমুন্ড ২-১ গোলে হেরেছে
- ২০১১/১২ চেলসি জিতেছে, বায়ার্ন মিউনিখ রানার আপ ৪-৩
- ২০১০/১১ বার্সেলোনা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটড রানার আপ ৩-১
- ২০০৯/১০ ইন্টার মিলান চ্যাম্পিয়ন – রানার আপ বায়ার্ন মিউনিখ
- ২০০৮/৯ বার্সেলোনা চ্যাম্পিয়ন – রানার আপ ম্যানচেস্টার ইউনাইটড
- ২০০৭/৮ ম্যানচেস্টার ইউনাইটড চ্যাম্পিয়ন – রানার আপ চেলসি
- ২০০৬/৭ মিলান চ্যাম্পিয়ন – রানার আপ লিভারপুল
- ২০০৫/৬ বার্সেলোনা চ্যাম্পিয়ন – রানার আপ আর্সেনাল
চ্যাম্পিয়নস লিগ জেতা দল গুলোর তালিকা
- ২০০৪/৫ লিভারপুল চ্যাম্পিয়নস লিগ জিতেছে মিলানের সাথে
- ২০০৩/৪ পোর্ত চ্যাম্পিয়নস লিগ জিতেছে মোনাকোর সাথে ৩-০ গোলে
- ২০০২/৩ মিলান চ্যাম্পিয়নস লিগ জিতেছে জুভেন্টাসের সাথে
- ২০০১/২ রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ জিতেছে বায়ার লেভারকুজেনের সাথে
- ২০০০/১ বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লিগ জিতেছে ভ্যালেন্সিয়ার সাথে
- ১৯৯৯/০০ রিয়াল মাদ্রিদ মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ জিতেছে ভ্যালেন্সিয়ার সাথে
- ১৯৯৮/৯৯ ম্যানচেস্টার ইউনাইটড চ্যাম্পিয়ন – রানার আপ বায়ার্ন মিউনিখ
- ১৯৯৭/৯৮ রিয়াল মাদ্রিদ জিতেছে জুভেন্টাসের সাথে
- ১৯৯৬/৯৭ বরুসিয়া ডর্টমুন্ড জিতেছে জুভেন্টাসের সাথে
- ১৯৯৫/৯৬ জুভেস্টাস জিতেছে আয়াক্সের সাথে
- ১৯৯৪/৯৫ আয়াক্স জিতেছে মিলানের সাথে
- ১৯৯৩/৯৪ মিলান জিতেছে বার্সেলোনার সাথে
- ১৯৯২/৯৩ marseille win UEFA Champions League VS Milan
আমাদের এই তালিকাটা বানানো ইউরোপিয়ান কাপ বাদ দিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ হবার পর, এখানে সব দলের তালিকা দেওয়া হয়েছে কে কত বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে সেটা।
বর্তমানে চ্যাম্পিয়নস লিগ অন্য লেভেলে চলছে, এতো উন্মাদনা, আমারা পেয়েছি মেসি, রোনালদোর যুগ ক্লাব গুলো সেরা প্লেয়াদের নিয়ে দল সাজাতে ব্যস্ত থাকে তার অন্যতম কারণ চ্যাম্পিয়নস লিগ ঘরে তুলতে।
উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতা দল গুলোর তালিকা
রিয়াল মাদ্রিদ – ১৪ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে, এবং ইতিহাসের সব থেকে বেশিবার চ্যাম্পিয়নস লিগ জেতার রেকর্ড স্প্যানিশ এই ক্লাবের, এর পরেই আছে এসি-মিলান , এখন অব্ধি এই দলটা ৭ বার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে।
ইংলিশ ক্লাব লিভারপুল জিতেছে ৬ বার, ইংল্যান্ডের অন্যতম প্রভাবশালী দল তারাই, এর পরেই আছে বার্সেলোনা তারা ৫ বার ঘরে তুলেছে চ্যাম্পিয়নস লিগ ট্রফি।
বুন্দেস লীগার সব থেকে সফল দল বায়ার্ন মিউনিখ তারা জিতেছে ৬ বার, এফসি আয়াক্স জিতেছে ৪ বার, ক্লাব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ৩ বার, ক্রিস্তিয়ানো রোনালদো তার প্রথম চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বাদ ম্যানচেস্টার ইউনাইটেড থাকতে পেয়েছে।
ই-মিলানো ৩ বার, বেনিফিকা ২ বার জিতেছে, জুভেস্টাস, পোর্তো, চেলসি, নর্থেনহাম ফরেস্ট জথাক্রমে দুইবার করে জিতেছে চ্যাম্পিয়নস লিগ ।
আরো পড়ুন: নেইমারের মোট গোল সংখ্যা কত
ইংলিশ টিম গুলোর চ্যাম্পিয়নস লিগ জয়
ইংলিশ প্রিমিয়ার লিগ দুনিয়ার সব থেকে জনপ্রিয় ফুটবল লীগ। অনেকে জানতে চান প্রিমিয়ার লিগের কোন দল গুলো চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে, তাদের জন্য এটা, ইংলিশ টিম গুলোর মধ্যে লিভারপুল সব থেকে বেশি চ্যাম্পিয়নস লিগ জিতেছে, তারা ৬ বার এই টাইটেল ঘরে তুলেছে।
এস্টন ভিলা, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, নর্থেনহাম ফরেস্ট এই ৫ টা ইংলিশ দল যারা চ্যাম্পিয়নস লিগ জিতেছে।
২০২২ রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল চ্যাম্পিয়নস লিগ ফাইনাল
উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল রিয়াল মাদ্রিদ ও লিভারপুল, এখানে রিয়াল মাদ্রিদ জয়ের সম্ভবনা বেশি কারণ বিগত ১০ বছরের কোন ফাইনালে রিয়াল মাদ্রিদ একবারো হারেনি, তবে সব কিছু তো সমিকরণ দিয়ে হয়না।
লিভারপুল তাদের সেরা প্লেয়ার নিয়েই মাঠে নামবে, সালহা, সাদিও মানের মতো সুবারস্টার প্লেয়ার তাদের আছে, অন্যদিকে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা, ভিনি, রদ্রিগোর মতো চ্যাম্পিয়ন প্লেয়ার সব মিলিয়ে ২০২২ সালে চ্যাম্পিয়নস লিগের এক দারুণ ফাইনাল পেতে যাচ্ছে বিশ্ব।
২৯ মে ২০২২ বাংলাদেশ সময় রাত ১ টায় শুরু হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ২০২২, লিভারপুল ও রিয়াল ,মাদ্রিদের মধ্যে ইউরোপের ক্লাব সেরার লড়াই।
চ্যাম্পিয়নস লিগ সর্বচ্চ গোলদাতা
উয়েফা চ্যাম্পিয়নস লিগ হলো সেরা প্লেয়ারদের জাইগা, এখানে নিজেকে সেরা বানানো মানে বিশ্বসেরা হওয়া, কারণ ইউরোপের ভিন্ন লীগের প্লেয়ারদের একে অপরের বিরুদ্ধে খেলতে হয়।
চ্যাম্পিয়নস লিগের সর্বচ্চ গোলদাতা হলো ক্রিস্তিয়ানো রোনালদো তার গোল সংখ্যা ১৪০ এর পরেই আসেন সাবেক বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি, চ্যাম্পিয়নস লিগে মেসির গোল সংখ্যা ১২৫ ।
রোনালদোকে বলা হয় মিঃ চ্যাম্পিয়নস লিগ বা কিং অফ চ্যাম্পিয়নস লিগ, টানা তিনবার সব মোট ৫ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে রোনালদো।
এক সিজেনে সর্বচ্চ গোলের রেকর্ডও রোনালদোর, বর্তমানে তিনি খেলছেন তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, যদিও প্রিমিয়ার লিগে তারা টপ ফোর পজিশন ধরে রাখতে পারেনি সে জন্য ২০২২/২৩ চ্যাম্পিয়নস লিগ মিস করবেন রোনালদো যেটা তার ক্যারিয়ারে প্রথম।
আপনারা যারা উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিয়ে প্রশ্ন করতে চান আমাদের কমেন্টবক্সে করতে পারেন আমরা যথা সময়ে আপনার প্রশ্নদের উওর দিয়ে দেবো।
বার্সেলোনা কতবার চ্যাম্পিয়নস লিগ জিতেছে ?
বার্সেলোনা তারা ৫ বার চ্যাম্পিয়নস লিগ জিতেছে
চ্যাম্পিয়নস লিগ সর্বচ্চ গোলদাতা কে ?
ক্রিস্তিয়ানো রোনালদো চ্যাম্পিয়নস লিগের সর্বচ্চ গোলদাতা তার গোল সংখ্যা ১৪০